বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে সমবায়দের আর দৃঢ় প্রত্যায়ী হতে হবে: সালাম মূশের্দী
খুলনা-৪ আসনের সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূশের্দী বলেছেন, সোনার বাংলা গড়ার প্রত্যায় নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে সমবায় গঠন করে। তিনি জানতেন সমবায়দের মাধ্যমেই দেশের অর্থনৈতিক মেরুদন্ড শক্তিশালি হবে। আজ আমরা অর্থনৈতিক অবকাঠামোর দিকে তাকালে দেখতে পাই দেশ আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িঁয়েছে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে সমবায়দের আর দৃড় প্রত্যায়ই হতে হবে। তিনি ৭ নভেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতার। স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা প্রশান্ত ব্যানার্জী।
এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশিষ্ট ক্রীড়াবিদ মিঃ বাংলাদেশ আজাদ আবুল কালাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, আরডিও তারেক ইকবাল।
উপস্থিত ছিলেন আওয়ামীলীগনেতা আঃ মজিদ ফকির, সুশীর পাল,ইলিয়াজ শেখ, আশিষ রায়, জিল্লুর রহমান, অভিজিত বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, হায়দার আলী, আকবর শেখ, মুছা মোল্লা সবুজ, অমিত মজুমদার, গৌতম শীল, সুব্রত পাল, তাপস কুন্ডু, জীবন পাল, চঞ্চল পাল প্রমূখ।

