South east bank ad

রাজনীতিতে ঢুকেই পকেট ভারী করলে চলবে না: মেহের আফরোজ চুমকি

 প্রকাশ: ০১ অক্টোবর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জনপ্রতিনিধি

গাজীপুর-৫ আসনের এমপি এবং সাবেক নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, রাজনীতিতে ঢুকেই পকেট ভারী করলে চলবে না। জনগণের জন্য কাজ করতে হবে। তাদের মন জয় করতে হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডে মেঘডুবী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক ও ববন্ধুর ঘনিষ্ঠ সহচর শহীদ ময়েজ উদ্দিনের ২৬ তম শাহাদত বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেহের আফরোজ চুমকি এমপি বলেন, দেশ ও দশের উন্নয়নে ত্যাগ স্বীকার করে জনসেবায় কাজ করে নেতা হতে হবে। জনগণের জন্য কাজ করে তাদের অন্তরে ঢুকতে হবে। তাদের কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে গাসিক মেয়র জাহাঙ্গীর আলম বলেন,বায়াত্তর বছরের আওয়ামী লীগ কারো পকেট থেকে আসেনি। এসেছে জনগণের সংগ্রামের মধ্য দিয়ে। উন্নয়ন না করে শুধু বক্তৃতা দেব আর হাততালি দিয়ে জনগণ ভাঙা রাস্তা দিয়া হাঠবে এটা শেখ হাসিনা বিশ্বাস করেন না।

তিনি বলেন, ১১শ’ কোটি টাকা পূবাইলের জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে এনে বরাদ্দ দিতে পেরেছি। ১৮ বছর পর গাজীপুরে আওয়ামী লীগের কমিটি উপহার দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছি।

BBS cable ad

জনপ্রতিনিধি এর আরও খবর: