বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে তোফায়েল আহমেদ এমপির এর পক্ষে ত্রান বিতরণ
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ রাজাপুর, পূর্ব ইলিশা ও কাচিয়া ইউনিয়নের অসহায় মানুষের মাঝে সাবেক ভোলা-১ আসনের সাংসদ সদস্য ও সাবেক বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি এর এর পক্ষে ত্রান বিতরণ।করা হয়েছে।
ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ নেতারা এই খাদ্যসমূহ ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বলে জানা যায়।
উল্লেখ্য, ভোলায় গত রমজান মাসে ঘরে থাকা অসহায় শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেনী পেশার মোট ১০ হাজার পরিবারের মাঝে প্রতিটি ঘরে ঘরে ইফতারসামগ্রী পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছেন ভোলা-১ আসনের সাংসদ সদস্য ও সাবেক বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি।
এছাড়াও গত কর্মহীন ২০হাজার পরিবারের মধ্যে দুই দফা খাদ্যসামগ্রী বিতরণকালেও একই পদ্ধতিতে আওয়ামী লীগ কর্মীরা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। এ মানুষের ঘরে ঘরে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। এতে থাকছে চাল, ডাল, আলু, ছোলা, চিনি, তেল, পেঁয়াজ, খেজুর নিয়ে ৮ আইটেমের ২১ কেজি করে একটি পরিবারের জন্য প্যাকেট।


