সকলের সম্মিলিত প্রচেষ্টায় এভাবেই আমরা যেকোনো সমস্যা সমাধানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব
গতকাল আমার নির্বাচনী এলাকা নাটোর জেলার সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জব্বার সহ স্থানীয় এলাকাবাসী আমাকে মুঠোফোনে জানায় নাগর নদীতে তাজপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় কচুরিপানার কারণে নদীর পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে করে তাজপুর বিলের ফসলী জমির ক্ষতি সহ নদী পারাপার হয়ে স্কুলে যাওয়া এবং কয়েকটি গ্রামের লোকজনের যাতায়াতের অন্যতম মাধ্যম একটি ব্রিজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থার সম্মুখীন হয়েছে।
শুনতে হাস্যকর মনে হলেও বিষয়টি ছিল এমনই বিপদজনক!
এলাকাবাসীর দেয়া খবরের ভিত্তিতে সঙ্গে সঙ্গে গতকালই আমি নাটোর জেলা প্রশাসক, সিংড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের কচুরিপানা দ্রুত অপসারণের জন্য নির্দেশনা প্রদান করি।
সেই নির্দেশনার ভিত্তিতে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় কচুরিপানা অপসারণের কাজ চলমান আছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে কচুরিপানা অপসারণ হয়ে যাবে এবং ব্রিজ ঝুঁকিমুক্ত হবে ইনশা আল্লাহ্।
আমি নাটোর জেলা প্রশাসক, সিংড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় এভাবেই আমরা যেকোনো সমস্যা সমাধানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব ইনশা আল্লাহ্।
( তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপিএর ফেসবুক পেজ থেকে নেয়া)

