সন্ত্রাস থেকে বিএনপির উৎপত্তি: মেহের আফরোজ চুমকি
আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড ও মিথ্যাচারের মধ্য দিয়ে রাজনীতিতে এসেছে। বিএনপি একটি সন্ত্রাসী দল, সন্ত্রাস থেকে বিএনপির উৎপত্তি।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা যুবলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় মেহের আফরোজ চুমকি আরও বলেন, যুবলীগ একটি শক্তিশালী সংগঠন। যখনই দল ও নেত্রী দুঃসময়ে পড়ে, তখনই যুবলীগ এগিয়ে আসে। যুবলীগের সাহস ও অর্থ দুইই আছে। তাই তারা সকল কাজে সহযোগিতা করতে পারে।
উপজেলা যুবলীগের সভাপতি এসএম আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী হারুন-অর-রশিদ টিপুর পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, এইচএম আবু বরক চৌধুরী, পরিমল চন্দ্র ঘোষ, তাসলিমা রহমান লাভলী, এসএম রবিন হোসেন, মো. কামরুল ইসলাম, যুবলীগ নেতা মো. বাদল হোসেন, রেজাউর রহমান আশরাফী খোকন, মাফুজা আফরিন মনি প্রমুখ।