সিংড়ায় প্রতিবন্ধী নারীকে হুইলচেয়ার দিলেন প্রতিমন্ত্রী পলক
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাসে শারীরিক প্রতিবন্ধী ভূমিহীন এক নারীকে হুইলচেয়ার দিলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) সকাল ১১টায় প্রতিমন্ত্রী পলকের সিংড়া বাজারের বাসভবন কার্যালয়ে তাকে হুইলচেয়ার প্রদান করা হয়।
প্রতিবন্ধী ওই নারীর নাম সীনামা বেগম। তিনি সিংড়া পৌর শহরের নিংগইন মহল্লার দিন মজুর শামীম হোসেনের স্ত্রী।
এসময় প্রতিমন্ত্রী পলক ওই ভূমিহীন নারীকে একটি ঘর নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা আ.লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।
এর আগে স্থানীয় এক সাংবাদিকের ফেসবুক পেইজে ‘একটি হুইলচেয়ার পারে প্রতিবন্ধী সীনামা বেগম কষ্ট লাঘব করতে’ স্ট্যাটাস প্রতিমন্ত্রীর নজরে আসে।
পরে উপজেলার ৪৮টি কমিউনিটি হেলথ ক্লিনিকে কেএন-৯৫ পাঁচ শতাধিক মাস্ক ও পিপিই বিতরণ করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।