খুলনায় আধুনিক ড্রাম ফেরী নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি সালাম মূর্শেদী
তের খাদা শেখপুরা বাজার ও রূপসার শিয়ালী পুলিশ ক্যাম্পের সামনে আঠারবেকী নদীর উপর দিয়ে পারাপার হতে হয় দিনে অন্তত কয়েক হাজার মানুষের।
জাতীয় সংসদের উপ-নির্বাচনে নির্বাচিত হয়েই খুলনা-৪ আসনের সংসদ-সদস্য আব্দুস সালাম মূর্শেদীর নজরে আসে এখানে কোন সেতু নেই।
মানুষকে অসহনীয় দুর্ভোগ নিয়ে নৌকায় এ পথে পারাপার হতে হয়। ঠিক এক মাসের মাথায় তিনি নিজ উদ্যোগে একটি ড্রাম সেতু তৈরি করে দেন। তবে সাম্প্রতিক সময়ে নদীটি খণনের ফলে প্রবল স্রোতে ড্রাম সেতু দিয়ে পারাপার সম্ভব হচ্ছে না। তাই তিনি আবারও নিজ উদ্যোগ নিয়ে খুলনার প্রবীণ বিচক্ষণ রাজনীতিবিদ জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব শেখ হারুনুর রশীদের সহযোগিতা নিয়ে আধুনিক ড্রাম ফেরী নির্মাণে কাজ শুরু করেন। আজ বুধবার(২২ জুলাই) এর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন খুলনা-৪ আসনের সংসদ-সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান-কামাল উদ্দিন বাদশা, তেরখাদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি-এফ এম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক-কেএম আলমগীর হোসেন, রূপসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন, তেরখাদা থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, আওয়ামীলীগ নেতা সরুফুউদ্দিন বিশ্বাস বাচ্চু, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, শারাফাত হোসেন মুক্তি, আওয়ামীলীগের নেতা এস এম হাবিব, বাছিতুল হাবিব প্রিন্স,সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মিজান, বাদশা মল্লিক, জাহাঙ্গীর, এবিএম কামরুজ্জামান, বাদশা মিয়া, শাহানাজ কবীর টিংকু সহ সংগঠনের নেতাকর্মীরা। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: আছাদুজ্জামান, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, খুলনা।