শিরোনাম

South east bank ad

ভোলা থেকে মাত্র তিন ঘন্টায় রোগী নিয়ে ঢাকায় আসবে স্পিড বোট : এমপি মুকুলের বিশেষ উদ্যোগ

 প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জনপ্রতিনিধি

ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা থেকে মাত্র তিন ঘন্টায় রোগী নিয়ে ঢাকায় আসবে স্পিড বোট। স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুলের উদ্যোগে এমন অত্যাধুনিক দুটি স্পিড বোটসেবা চালু করা হয়েছে ভোলা-২ আসনে। যার সুবিধা পাবে সংসদীয় আসনটির ৫ লাখের বেশি মানুষ। সংসদীয় আসনের গুরুত্বপূর্ণ কাজ করতে দ্রুত যাতায়াত, জরুরি রোগীদের চিকিৎসা সেবা দিতে ঢাকায় নিয়ে আসতে এ সেবা কার্যক্রম চালু করা হয়েছে বলে জানিয়েছেন সংসদ সদস্য আলী আজম মুকুল। সংসদ সদস্য বলেন, ‘কাঙ্খিত কিছু প্রাপ্তির আনন্দই অনেক। করোনা ভাইরাসের এই স্থবির পরিবেশের মধ্যেও চেয়েছি এলাকার কাজগুলো যেন এগিয়ে যায়। প্রতিদিনই চাই নতুন কিছু যোগ হোক আমার এলাকায়। এই ধারায় এবার যোগ করেছি অত্যাধুনিক মানের দুটি স্পিড বোট। যা মাত্র ৩ ঘণ্টায় ঢাকা থেকে ভোলা পৌঁছাবে।’ 109390294_682486535634714_4724590205974024080_n তিনি আরও বলেন, ‘আমার নির্বাচনী এলাকার দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় জনগুরুত্বপূর্ণ বিভিন্ন কর্মকাণ্ডে এগুলো বিশেষ ভূমিকা পালন করা ছাড়াও অত্যন্ত জরুরি রোগী মাত্র ৩ ঘণ্টার মধ্যে ঢাকায় নেয়া যাবে। আমি আমার নির্বাচনী এলাকায় বিশ্ব মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞাতা প্রকাশ করছি।' 108953842_959595374462595_3275575478016817069_n এছাড়া করোনাকালের শুরু থেকে নিজ সংসদীয় আসনের জনগণের জন্য মানবিক ভূমিকায় দেখা গেছে এই সাংসদকে। নির্বাচনী এলাকার প্রায় ৪০ হাজারের বেশি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন আলী আজম মুকুল। কখনো খোলা মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে, কখনো কর্মহীন মানুষের দুয়ারে পৌঁছে দিচ্ছেন খাদ্য সহায়তা। প্রয়োজনে দুস্থদের চিকিৎসা নিশ্চিতেও কাজ করেছেন এই দুর্যোগের সময়ে। করোনা শনাক্তে দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা হাসপাতাল চত্বরে বসানো হয়েছে নমুনা সংগ্রহে সেফটি বুথ। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে প্রকৃত অভাবী পরিবারের তালিকা করে সাংসদ মুকুলের ব্যক্তিগত তহবিল থেকে নিয়মিত খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।
BBS cable ad

জনপ্রতিনিধি এর আরও খবর: