শিরোনাম

South east bank ad

রোগীদের ব্যতিক্রমী চিকিৎসা উদ্যোগে এমপি এনামুল হক

 প্রকাশ: ৩১ মে ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জনপ্রতিনিধি

দেশে চলমান করোনা পরিস্থিতিতে রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইনঞ্জিনিয়ার এনামুল হক ব্যক্তিগত ভাবে বাগমারায় ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের মাঝে kN-95 মাক্স, পিপিই ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ প্রদান করে ডাক্তারদের বাড়ি বাড়ি গিয়ে করোনা রোগীদের চিকিৎসা করতে উৎসাহিত করে আসছেন শুরু থেকেই। যার ফলশ্রুতিতে করোনা চিকিৎসায় বাগমারা সারা দেশের রোল মডেল হয়ে দাড়ায় এবং স্বাস্থ্য অধিদপ্তরেরও প্রংশা কুড়ায় ডাক্তাররা। ব্যতিক্রমী এ চিকিৎসার ধারাবাহিকতায় উপজেলার গণিপুর ইউনিয়নের বাগমারা গ্রামের গাজিপুর গার্মেন্টস ফেরত এক দম্পতি অসুস্থ হলে তাদের বাড়ি গিয়ে গত ১৩ মে স্যাম্পল সংগ্রহ করার পর পরীক্ষায় তা পজেটিভ আসে। এর পর ওইদিনই তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন কেন্দ্রে ভর্তি করা হয়। এসময় ওই দম্পতির চিকিৎসাসহ যাবতীয় ব্যয়ভার বহনের দায়িত্ব নেন এমপি এনামুল হক। এছাড়া নগদ অর্থ অনুদান দেন দম্পতিকে। করোনাভাইরাসে আক্রান্ত দম্পতি আক্কাস-সাবিনা চিকিৎসার পর সুস্থ হলে আজ (৩১ মে) স্বাস্থ্য কমপ্লেক্স পক্ষ থেকে ডাক্তার গোলাম রাব্বানী তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় দেন। এ সময় আইসোলেশন অবস্থানরত আক্কাসের মেয়েরও করোনা পরীক্ষা করা হয়। তাতে রিপোর্ট নেগেটিভ হলে তাকেও বাবা-মা”র সাথে বিদায় জানানো হয়। এর আগে বাগমারার যাত্রাগাছি গ্রামের জাহাঙ্গীর আলম নামের অপর এক করোনা রোগীকেও একই ভাবে আর্থি অনুদান প্রদান করেন এমপি এনামুল হক। তবে রাজশাহী জেলার একমাত্র বাগমারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আইসোলেশনে করোনা রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। বাড়ির কাছে চিকিৎসা পেয়ে রোগীদেরও মনোবল বাড়ছে। এদিকে করোনা রোগীর চিকিৎসায় এমপি এনামুল হক ব্যক্তিগত ভাবে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের মাঝে KN-95 মাক্স, পিপিইসহ প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা উপকরণ সরবরাহ করছেন।
BBS cable ad

জনপ্রতিনিধি এর আরও খবর: