শিরোনাম

South east bank ad

ভিডিও কনফারেন্সের মাধ্যমে হতদরিদ্রদের মধ্যে ঈদ শুভেচ্ছা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন শেখ ফজলে নূর তাপস

 প্রকাশ: ১৯ মে ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জনপ্রতিনিধি

মহামারি কাটিয়ে উঠে আমরা উন্নত ঢাকা গড়ার দিকে এগিয়ে যাবো। গতকাল সোমবার নগর ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঈদ শুভেচ্ছা হিসেবে হতদরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন কালে এমন কথা বলেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ডিএসসিসির ৫৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের উদ্যোগে আট হাজার পরিবারের মধ্যে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। এসময় ভিডিও কনফারেন্সে তাপস কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের সঙ্গে কথা বলেন। এলাকাবাসীকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে তাপস বলেন, আপনারা নিরাপদ দূরত্বে থাকবেন। ব্যক্তিগত নিরাপত্তার জন্য হ্যান্ড গ্লাভস, মাস্ক পরে সচেতন থাকবেন। তিনি বলেন, সামনে ঈদ। আমরা মহামারির মধ্যে ঈদ উদযাপন করতে যাচ্ছি। ঈদ আমাদের জীবনের সংস্কৃতির একটা বড় অঙ্গ। তাই যে যেখানেই থাকি না কেন, ঘরে বসে হলেও আমরা আনন্দের সঙ্গে পরিবারের সাথে ঈদ উদযাপন করবো। এ মহামারি আমরা ইনশাল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাটিয়ে উঠতে পারবো। মহামারির মধ্যেও যেন জীবিকা যাপন করতে পারেন, সেবা পান, ত্রাণ পান সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।
BBS cable ad

জনপ্রতিনিধি এর আরও খবর: