রমজান মাসব্যাপী ১০ হাজার পরিবারকে ইফতার সামগ্রী দিচ্ছেন তোফায়েল আহমেদ
ভোলায় পবিত্র রমজান মাসে ঘরে থাকা অসহায় শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেনী পেশার মোট ১০ হাজার পরিবারের মাঝে প্রতিটি ঘরে ঘরে ইফতারসামগ্রী পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছেন ভোলা-১ আসনের সাংসদ সদস্য ও সাবেক বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি।
তিনি তার ব্যক্তিগত উদ্যোগে এই ব্যবস্থা করেছেন। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ নেতারা এই খাদ্যসমূহ ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বলে জানা যায়।
ত্রাণ বা খাদ্যের জন্য মানুষকে মাঠে-ময়দানে এনে জড়ো করার ক্ষেত্রে করোনার সামাজিক দুরত্ব মেনে চলার জন্য ঝুঁকি থেকেই যায়। অনেকসময় সামাজিক দূরত্ব মানতে চায় না মানুষ। যার ফলে এদের ঘর থেকে বের করা সমীচীন নয়। তাই ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন তোফায়েল আহমেদ।
এছাড়াও গত এক মাস কর্মহীন ২০হাজার পরিবারের মধ্যে দুই দফা খাদ্যসামগ্রী বিতরণকালেও একই পদ্ধতিতে আওয়ামী লীগ কর্মীরা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। এবার রমজান মাসব্যাপী ১০ হাজার পরিবারের মধ্যে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে। মানুষের ঘরে ঘরে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। এতে থাকছে চাল, ডাল, আলু, ছোলা, চিনি, তেল, পেঁয়াজ, খেজুর নিয়ে ৮ আইটেমের ২১ কেজি করে একটি পরিবারের জন্য প্যাকেট।