শিরোনাম

South east bank ad

স্বেচ্ছাশ্রমে কর্মীদের নিয়ে জমির ধান কেটে-মাড়াই করে ঘরে তুলে দিলেন গাজীপুরের কামরুল আহসান সরকার রাসেল

 প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জনপ্রতিনিধি

ধানকাটা শ্রমিক সংকট নিয়ে সারাদেশে চরম বিপাকে পড়েছে কৃষকরা। করোনা মহামারীর এই সংকটকালে গাজীপুর মহানগর যুবলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে স্বেচ্ছাশ্রমে গাজীপুরের কৃষকের পাকা ধান কেটে দিলেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। আজ সকাল থেকে গাজীপুর মহানগরের ২৪ নং ওয়ার্ডের ভানুয়া গ্রামের বর্গাচাষী স্বপনের ধান কাটা হয়। গাজীপুর মহানগর যুবলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা ধান কাটায় অংশগ্রহণ করেন। এলাকায় প্রথম দিন দুই কৃষকের দুই বিঘা জমির পাকা ধান কেটে দেন। জমির ধান কেটে, মাড়াই করে কৃষকের বাড়িতে পৌঁছে দেন কামরুল আহসান সরকার রাসেল ও তার নেতাকর্মীরা। এ প্রসঙ্গে কামরুল আহসান সরকার রাসেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি এর পরামর্শে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক, মাঈনুল হোসেন খান নিখিলকে অবহিত করে তিনি কৃষকের পাশে দাড়িয়েছেন। প্রয়োজন হলে বোরো মৌসুমজুড়ে পযায়ক্রমে কৃষকদের ধান কেটে দেওয়া হবে। এদিকে বিনা পারিশ্রমিকে ধান কাটতে পেরে খুশি কৃষকরা।     q 7 94206971_2538776609670112_7654960416849657856_n h 3  
BBS cable ad

জনপ্রতিনিধি এর আরও খবর: