বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন শেখ মিলি

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশের মহানায়ককে জন্মদিনে ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেছে জাতি। ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নাম্বারে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ, সদস্য ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগ ও ধানমন্ডি থানা মহিলা আওয়ামী লীগ এর সভাপতি শেখ মিলি। কেক কাটা ও আলোচনা এবং শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানটি জাকজমকপূর্ণ ভাবে পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নার্গিস রহমান ও অন্যান্য মহিলা নেত্রীবৃন্দ।