শিরোনাম

South east bank ad

করোনা মোকাবেলায় বর্তমান সরকারের বিকল্প নাই : সালাম মূর্শেদী

 প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জনপ্রতিনিধি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, সারাদেশে করোনা ভাইরাস মোকাবিলায় বর্তমান সরকারের বিকল্প নাই। বিএনপি ভেবেছিলো করোনা ভাইরাসকে পূজি করে তারা সরকার পতনের আন্দোলন করবে। কিন্তু তাদের এই ঘৃন্য ষড়যন্ত্র শেখ হাসিনা মূলতপাটন করেছে।
তিনি আরও বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় বর্তমান সরকার পৃথিবীর যেকোন দেশের তুলনায় ব্যাপক অর্থ বরাদ্দ দিয়েছে এবং শেখ হাসিনা সরকারের বলিষ্ঠ নেতৃত্বে বিনা খরচে ভ্যাকসিন প্রদান কার্যক্রম অব্যহত রয়েছে। এ কারনে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে মৃত্যুহার হ্রাস পেয়েছে।
আমার নির্বাচনী এলাকা রুপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলায় করোনা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর নির্দেশে বিভিন্ন ধরনের উদ্যোগ নেয়া হয়। যার মধ্যে উল্লেখযোগ্য হলো, করোনাকালীন ও করোনাপরবর্তী সময়েও যেন এলাকার মানুষকে জরুরি অক্সিজেন ও আইসিইউ সেবা দেয়া যায়, সেই কারণে স্থায়ীভাবে অক্সিজেন সিলিন্ডার ব্যাংক ও হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা স্থাপন করা হয়। করোনা রোগী আনা-নেয়ার জন্য এ্যাম্বুলেন্স প্রদান করা হয়।
করোনাকালীন মহামারিতে যখন মানুষ ঘর থেকে বের হতে পারতো না। তখন ‘সালাম মূশের্দী সেবা সংঘে’র সদস্যরা সবার বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌছে দেয়াসহ সব ধরনের সহযোগীতা করে আসছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে যখন মাস্ক পড়া বাধ্যতামূলক করা হলো ('নো মাস্ক নো সার্ভিস')। তখন ‘সালাম মূশের্দী সেবা সংঘে’র মাধ্যমে গত বছরের মার্চের শুরু থেকে ১০০ দিনের মাস্ক বিতরণ কর্মসূচি চালু করি। আজ (১৮.৩.২০২১) সেই কর্মসূচি শেষ হচ্ছে। আমাদের ১০০ দিনের মাস্ক বিতরণ কর্মসূচি করোনা নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখছে।
আজ বিকালে সালাম মূর্শেদী সেবা সংঘ আয়োজিত করোনা ভাইরাস প্রতিরোধে ১০০ দিনের মাস্ক বিতরণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
রূপসা উপজেলার দেয়াড়া অগ্রদূত মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, জেলা কৃষকলীগ সভাপতি আশরাফুজ্জামান বাবুল, জেলা আওয়ামীলীগ সদস্য ফ,ম আঃ সালাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোর্শেদুল আলম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, এমপি কো-অর্ডিনেটর নোমান ওসমান রিচি। জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোতালেব হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা এসএম হাবিব,শ,ম জাহাঙ্গীর, শেখ আসাদুজ্জামান, আলম হাওলাদার, শামীম হাসান তুহিন, মনিরুল ইসলাম বুলু,শারমিন সুলতানা রুনা, এইচএম রোকন,রাজীব দাস টাল্টু,শামসুল আলম বাবু,সরদার নুর ইসলাম, রিয়াজ, শিমূল হোসেন প্রমূখ।

BBS cable ad

জনপ্রতিনিধি এর আরও খবর: