শিরোনাম

South east bank ad

৭ই মার্চের ভাষণের মধ্যে নিহিত ছিল বাঙ্গালির ভৌগলিক,রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তির বীজ মন্ত্র: আ জ ম নাছির উদ্দীন

 প্রকাশ: ০৭ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জনপ্রতিনিধি

৭ই মার্চের ভাষণের মধ্যে নিহিত ছিল বাঙ্গালির ভৌগলিক,রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তির বীজ মন্ত্র: আ জ ম নাছির উদ্দীন

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য ‍রাখছেন সংগঠনের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ ৭ মার্চ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন স্থানে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় সংগঠনের সহসভাপতি এড.সুনীল সরকার,এড.ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল,আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আ জ ম নাছির উদ্দীন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে ঐতিহাসিক যে ভাষণটি দিয়েছিলেন সেটি কেবল শুধুমাত্র একটি ভাষণ ছিল না। এই ভাষণের মধ্যে নিহিত ছিল শোষিত,নিপীড়িত বাঙ্গালির ভৌগলিক,রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তির বীজ মন্ত্র।সেই বীজমন্ত্রে ‍দিক্ষীত হয়ে সাড়ে সাত কোটি বাঙ্গালির চোখে সেদিন শুধু একটি স্বপ্নই উঁকি মেরেছিল। দেশ মাতৃকার স্বাধীনতা।সেদিন দেশ মাতৃকাকে বীর বাঙ্গালি পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছিল।ফিরে পেয়েছিল ভৌগলিক ও রাজনৈতিক স্বাধীনতা।

আর জাতির জনকের কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অর্থনৈতিক মুক্তির লড়াই করে যাচ্ছে। বাংলাদেশ আজ উন্নয়ন অগ্রগতিতে বিশ্বে রোল মডেল হয়ে উঠেছে। আজ বাংলাদেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব ,উন্নয়ন-অগ্রগতি সমস্ত কিছুই আওয়ামীলীগের নেতৃত্বে হয়েছে।একটি সংগঠন একটি দেশের স্বাধীনতা সংগ্রাম,রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির দিশারী হয়ে উঠতে পারে এমন দৃষ্টান বিশ্বে বিরল।

BBS cable ad

জনপ্রতিনিধি এর আরও খবর: