বঙ্গবন্ধুর মতো প্রধানমন্ত্রী ও মানুষের সেবায় কাজ করছেন: সালাম মূর্শেদী

খুলনা-৪ আসনের সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী বলেছেন বঙ্গবন্ধুর মতো দেশরত্ন শেখ হাসিনাও মানুষের সেবায় প্রতিনিয়ত ব্যাস্ত থাকেন। বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা দেশকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য যুগোপযোগী পদক্ষেপ গ্রহন করে উন্নয়নের ধারা অব্যহত রেখেছেন। এমপি সালাম মূর্শেদী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ১৯৭১ সালের পর মাত্র সাড়ে ৩ বছরে বাংলাদেশের সংবিধান রচনা করে তা বাস্তবায়ন করে সর্বস্তরে প্রশংসা অর্জন করে ছিলেন। কিন্তু তার ভাগ্যে সোনার বাংলা গড়ার সময় মেলেনি। সেনাবাহিনীর একদল বিপথগামী সৈন্যরা তাকে স্বপরিবারে হত্যার মধ্যে দিয়ে এ দেশ থেকে আওয়ামীলীগের কর্মকান্ড সর্বস্তরে মুছে ফেলার অপচেষ্টায় লিপ্ত হয়েছিল। কিন্তু বর্তমান শেখ হাসিনা সরকার সেই মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়ন পূর্বক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। এ কারনে সকল ধরনের দ্বিধা দ্বন্দ ভুলে ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে দেশ সেবায় সকলকে এগিয়ে আসতে হবে।
মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ এর রূপসা, দিঘলিয়া এবং তেরখাদা উপজেলায় উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
শনিবার সকাল ১০ টায় সামন্তসেনা নতুনহাট মাঠে উদ্বোধনী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার। বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন এর মেজর আব্দুল কাদের, এমপি পত্মী সারমিন সালাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সা: সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা, মি. বাংলাদেশ আজাদ আবুল কালাম, রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, অফিসার ইনচার্জ (তদন্ত) সরদার ইব্রাহিম হোসেন সোহেল, জেলা আওয়ামীলীগ সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল। জেলা আওয়ামীলীগ সদস্য অধ্যক্ষ ফ ম আ: সালামের পরিচালনায় বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগ নেতা আ: মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আইয়ুব মল্লিক বাবু, মোল্লা আরিফুর রহমান, মোরশেদুল আলম বাবু, যুগ্ম সা: সম্পাদক ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক চঞ্চল মিত্র, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ইসহাক সরদার, মো: জাহাঙ্গীর শেখ, কামাল হোসেন বুলবুল, সাধন অধিকারী, সাবেক চেয়ারম্যান খান শাহজাহান কবীর প্যারিস, জেলা যুবলীগ নেতা আজিজুল হক কাজল, এবিএম কামরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোতালেব হোসেন, আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, নোমান ওসমান রিচি, রবিউল ইসলাম বিশ্বাস, আরিফুর রহমান লিটন, সরদার মিজানুর রহমান, বিনয় কৃষ্ণ হালদার, শাহ নিয়াজ মাগদুম, দেলোয়ার হোসেন দিলু, জেলা শ্রমিকলীগ নেতা শেখ মো. মারুফ, শামীম হাসান তুহিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা রুহুল আমিন রবি, রাজিব দাস টাল্টু, যুবলীগ নেতা আশিষ রায়, ফরিদ শেখ, বাদশা মিয়া, শাহনেওয়াজ কবীর টিংকু, মহাসিন পাইক প্রমুখ।
এদিকে দিঘলিয়া উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে বঙ্গবন্ধু ম্যারাথনের লোগো সম্বলিত জার্সি পরে প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন হাজারো মানুষ। করোনাকালিন সময়ে সকল অনুষ্ঠান বন্ধ থাকায় দীর্ঘদিন পর এলাকার মানুষ ম্যারাথন প্রতিযোগিতার মধ্য দিয়ে আনন্দ উপভোগ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুবুল আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: আলিমুজ্জামান মিলন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী,জেলা আওয়ামীলীগ নেতা ফারহানা হালিম,মোসাম্মৎ সামসুন্নাহার মো: হায়দার আলী মোড়ল,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আওয়ামীলীলীগে বিভিন্নস্থরের নেতৃবৃন্দ।
অপরদিকে তেরোখাদা উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তেরখাদা উপজেলা পরিষ,দের চেয়ারম্যান শহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক কে এম আলমগীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হসেন মুক্তিসহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য মুজিব শতবর্ষ উপলক্ষে ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য তিন উপজেলায় এমপি এর পক্ষ থেকে তিন হাজার টি-শার্ট প্রদান করা হয়।