“একটি সমৃদ্ধ অর্থনীতির দেশ গড়ে তোলার ভিত্তি হচ্ছে উদ্যোক্তা সংস্কৃতি” – আইসিটি প্রতিমন্ত্রী পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন একটি সমৃদ্ধ অর্থনীতির দেশ গড়ে তোলার ভিত্তি হচ্ছে উদ্যোক্তা সংস্কৃত।
স্থানীয় ভাবে উৎপাদিত পণ্যের বেচা-কেনাকে অনলাইন বিশ্বময় ছড়িয়ে দিতে নারী উদ্যোক্তাদের সম্মেলন "উইমেন ই-কমার্স এন্টারপ্রিনিউরশিপ সামিট 2020"এর উদ্বোধন উদ্বোধনী দিনে সভাপতি বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ওমেন অ্যান্ড ই-কমার্স সংগঠনের ১০ লাখ উদ্যোক্তার অংশ গ্রহণে রোববার শেষ হবে প্রথম ‘উই’ সম্মেলন।
উদ্যোক্তা সংস্কৃতিকে একটি সমৃদ্ধ অর্থনীতির দেশ গড়ে তোলার ভিত্তি উল্লেখ করে অনুষ্ঠানে পলক বলেন, গত ১১ বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে এখন ১০ কোটির বেশি ইন্টারনেট ব্যবহারকারী হয়েছে। এর সুফল হিসেবে ১০ লাখ নারী উদ্যোক্তা এবং ১৫ লাখ আইটি ফ্রিল্যান্সার কাজ করছে। গ্রামে বসেই সাড়ে ৫ হাজার নারী উদ্যোক্তা তৈরি হয়েছে। আগামী ২০৩০ সালে দেশের আইসিটি খাতে নারীদের অংশগ্রহণ ৩০ শতাংশে পৌঁছবে। ২০৫০ সালে সমান-সমান হবে।
নারীর ক্ষমতায়ন অর্থ নারীর অর্থনৈতিক স্বনির্ভরতা উল্লেখ করে ২০২১ সালের মধ্যে ৯০ শতাংশ ইন্টারনেট অ্যাকসেস নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ডিসেম্বর নাগাদ ডিজিটাল লেনদেনের ইন্টার অপারেবল সিস্টেম চালু হয়ে গেলে ই-কমার্স খাতে নতুন বিপ্লব সাধিত হবে। বর্তমান ই-কমার্স সাইটকে ভবিষ্যত প্রযুক্তিমুখী করতে প্রযুক্তি সহায়তা দেবে আইসিটি বিভাগ। ডিজিটাল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আর্থিক সহায়তা করা হবে। নারী-পুরুষের অংশগ্রহণে দেশে উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তোলা হবে।
নারীর ক্ষমতায়ন, জাতীয় উন্নয়ন স্লোগানে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন উই সভাপতি নাসিমা আক্তার নিসা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন।
বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন এসবিকে টেক ভেঞ্চার ও এসবিকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবির, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সৈয়দা মুনা তাসনিম, ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম কে দোরাইস্বামী।
বাংলাদেশের নারীরা ই-কমার্সের মাধ্যমে দ্রুত উদ্যোক্তা জীবনে প্রবেশ করছেন। কিন্তু এখানে সবচেয়ে বড় বাধা অপ্রতুল মূলধন, ঋণ সুবিধার অপর্যাপ্ততা, প্রযুক্তি দক্ষতা ও নেটয়ার্কের সীমাবদ্ধতা। তবে এখানে তাদের সামনে অনেক সুযোগও রয়েছে। আমরা আশা করি উই এর মতো সংগঠনের মাধ্যমে কোভিডের ধাক্কা কাটিয়ে উঠতে ‘এক্সিট’ নয় ‘এক্সিস্ট’ করতে সরকার জামানত বিহীন ব্যাংক ঋণ সুবিধা থেকে সব সুবিধাই নারীদের জন্য চালু করবে। ড. শিরিন শারমিন
ফারজানা তন্বির সঞ্চালনায় অনুষ্ঠানে উই সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন অনুষ্ঠানের সভাপতি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।