শিরোনাম

South east bank ad

বিদ্যুতের লাইন, উপ-কেন্দ্র ও টাওয়ারের কাছাকাছি ঘুড়ি উড়ানো পরিহার করতে অনুরোধ বিদ্যুৎ মন্ত্রনালয়ের

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

  সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, বিদ্যুতের সঞ্চালন লাইনের আশেপাশে ঘুড়ি উড়ানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ছোট-বড় বিভিন্ন আকৃতির ঘুড়ি উড়ানোর সময় বিদ্যুতের টাওয়ার বা বিদ্যুতের তারের সাথে প্রায়ই আটকে যায়। ঘুড়ি ও মোটা সুতা আটকে সম্প্রতি,আশুগঞ্জ-সিরাজগঞ্জ ২৩০ কেভি লাইন, ঘোড়াশাল-আশুগঞ্জ ২৩০ কেভি লাইন, ঘোড়াশাল-আশুগঞ্জ ১৩২ কেভি লাইন, ভুলতা-আশুগঞ্জ ৪০০ কেভি লাইন, হরিপুর-নরসিংদী ১৩২ কেভি লাইন, কুমিল্লা (উত্তর)-চৌদ্দগ্রাম ১৩২ কেভি লাইন, ময়মনসিংহ-নেত্রকোনা ১৩২ কেভি লাইন, ময়মনসিংহ-কিশোরগঞ্জ ১৩২ কেভি লাইনসহ আরো কয়েকটি বিদ্যুতের লাইন শর্ট-সার্কিট হয়ে ট্রিপ হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে জন দুর্ভোগ হয়েছে। তাছাড়াও ভেজা অবস্থায় মোটা সুতা বিদ্যুতের তারের সংস্পর্শে থেকে জনবসতি এলাকায় পড়লে বিদ্যুতায়িত হয়ে জীবন ও সম্পদের অনাকাঙ্ক্ষিত ক্ষতির আশঙ্কা থাকে। এমন অবস্থায় বিদ্যুতের লাইন, উপ-কেন্দ্র ও টাওয়ারের কাছাকাছি ঘুড়ি উড়ানো পরিহার করতে বিশেষভাবে অনুরোধ করা হলো।
BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: