শিরোনাম

South east bank ad

সংকট কাটিয়ে দ্রুত পুরোনো রূপে ফিরবে পৃথিবী: তথ্যমন্ত্রী

 প্রকাশ: ১০ জুলাই ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

সংকট কাটিয়ে দ্রুত পুরোনো রূপে ফিরবে পৃথিবী: তথ্যমন্ত্রী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

করোনা মহামারি ও অর্থনৈতিক সংকট কাটিয়ে পৃথিবী দ্রুত পুরোনো রূপে ফিরবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় দোষারোপ ও মিথ্যাচারের পরিবর্তে সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

রোববার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস গ্রামের ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী বলেন, আজ পৃথিবীতে মহামারি চলছে। বিভিন্ন দেশে আবার করোনা বৃদ্ধি পাচ্ছে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে পৃথিবীতে অর্থনৈতিক সংকটও তৈরি হয়েছে। শিগগিরই এসব সংকট কেটে যাবে। মানুষে মানুষে সম্প্রীতি স্থাপিত হবে। সম্প্রীতি প্রতিষ্ঠিত করা ও সঙ্কট মোকাবিলার মানসিকতা সবার মধ্যে তৈরি হবে।

ড. হাছান মাহমুদ বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের মানুষকে ভালো রেখেছেন। সমস্ত সংকট মোকাবিলা করে ভবিষ্যতেও যেন তার হাত ধরে দেশ এগিয়ে যায় আজকের দিনে সেই প্রার্থনা জানাই।

ঈদুল আজহার নামাজ আদায়ের পর গ্রামের বাড়িতে আত্মীয় স্বজন, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: