করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করোনা টিকার দ্বিতীয় ডোজ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দীন এবং বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজির আহমেদও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন আজ।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি একই হাসপাতালে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজিপি বেনজীর আহমেদ, জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দীন এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।