শিরোনাম

South east bank ad

শিল্প খাতে অবদানের স্বীকৃতি, ৩৩ প্রতিষ্ঠান ও সংগঠন নির্বাচিত

 প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

শিল্প খাতে অবদানের স্বীকৃতি, ৩৩ প্রতিষ্ঠান ও সংগঠন নির্বাচিত

বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি রাখায় ৩৩টি শিল্প ও সেবা প্রতিষ্ঠান এবং দুটি সংগঠনকে পুরস্কৃত করার জন্য নির্বাচিত করেছে শিল্প মন্ত্রণালয়। এর মধ্যে জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে পাঁচটি ক্যাটাগরির খাত ও উপখাতের ৩১ শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে ‘ন্যাশনাল প্রডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৯’ এবং দুটি সংগঠনকে ‘ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড-২০১৯’ প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে। শিল্প মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ইস্পাত ও প্রকৌশল খাতে প্রথম হিসেবে নির্বাচিত হয়েছে বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড। এই ক্যাটাগরিতে দ্বিতীয় হয়েছে আরএফএল ইলেকট্রনিকস লিমিটেড ও তৃতীয় অবস্থানে রয়েছে রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। খাদ্য শিল্প খাতে ইস্পাহানি টি লিমিটেড প্রথম ও নাটোর এগ্রো লিমিটেড দ্বিতীয় হয়েছে। টেক্সটাইল ও আরএমজিতে প্লামি ফ্যাশনস লিমিটেড প্রথম, ইউনিভার্সেল জিন্স লিমিটেড দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে জেনেসিস ওয়াসিং লিমিটেড।

প্লাস্টিক শিল্প খাতে প্রথম হয়েছে আরএফএল প্লাস্টিকস লিমিটেড। এছাড়া এ খাতে দ্বিতীয় হিসেবে নির্বাচিত হয়েছে ডিউরেবল প্লাস্টিক লিমিটেড। পাট শিল্পে প্রথম হয়েছে আকিজ জুট মিলস লিমিটেড। আর দ্বিতীয় হয়েছে আইয়ান জুট মিলস লিমিটেড। সেবা খাতে প্রথম ও দ্বিতীয় হয়েছে যথাক্রমে ওয়ান ব্যাংক লিমিটেড ও সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। আইটি খাতে ব্রেইন স্টেশন ২৩ লিমিটেড প্রথম হয়েছে। আর ফার্নিচারে হাতিল কমপ্লেক্স প্রথম হয়েছে।

অন্যদিকে মাঝারি শিল্প ক্যাটাগরিতে ইস্পাত ও প্রকৌশল খাতে প্রথম হয়েছে গেট ওয়েল লিমিটেড। খাদ্য শিল্পে প্রথম ও দ্বিতীয় হয়েছে যথাক্রমে নর্দান ফ্লাওয়ার মিলস লিমিটেড ও রোমানিয়া ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। টেক্সটাইল ও আরএমজি খাতে প্রথম নির্বাচিত হয়েছে কনসেপ্ট নিটিং লিমিটেড। প্লাস্টিক শিল্পে প্রথম হয়েছে বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেড। এছাড়া অন্যান্য খাত ও উপখাত মিলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে নির্বাচিত হয়েছে যথাক্রমে প্যাকম্যাট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বসুমতি ডিস্ট্রিবিউশন লিমিটেড ও কিউএনএস শিপিং লজিস্টিকস লিমিটেড।

ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে এসআর হ্যান্ডিক্রাফটস। এছাড়া এ খাতে দ্বিতীয় হয়েছে রংপুর ফাউন্ড্রি লিমিটেড। মাইক্রো শিল্প ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় হয়েছে যথাক্রমে মাসকো ডেইরি এন্টারপ্রাইজ ও জনতা ইঞ্জিনিয়ারিং। রাষ্ট্রায়ত্ত শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে গাজী ওয়্যারস লিমিটেড। এছাড়া এ খাতে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট।

এদিকে ‘ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড-২০১৯’-এর জন্য নির্বাচিত সংগঠন হলো বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: