শিরোনাম

South east bank ad

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহবান: শিল্প প্রতিমন্ত্রী

 প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহবান: শিল্প প্রতিমন্ত্রী

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহবান জানিয়েছেন শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি। তিনি বলেন, পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের অন্তরে মুক্তিযুদ্ধের চেতনাকে শাণিত করতে হবে, দেশপ্রেম জাগাতে হবে।

শিল্প প্রতিমন্ত্রী '৩১ জানুয়ারি মিরপুর মুক্ত দিবস' উপলক্ষে আয়োজিত রবিবার এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এ ওয়েবিনারে কমিটির উপদেষ্টা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সভাপতি লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবীর, সাধারণ সম্পাদক কাজী মুকুল, সহ-সাধারণ সম্পাদক ডা. নুজহাত চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন।

শিল্প প্রতিমন্ত্রী তাঁর বক্তৃতায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত মিরপুরের নাম পরিবর্তন করে মুক্তিযোদ্ধানগর নামকরণ করার প্রস্তাব করেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে মিরপুরের সনি হলের সামনে ভাস্কর্য নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে।

ওয়েবিনারে বক্তাগণ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মিরপুর স্টেডিয়ামের নামকরণ করার দাবী জানিয়ে বলেন, বধ্যভূমিসহ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সকল স্থানকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: