সেরা রিপোর্টের জন্য পুরস্কার দেবে ডিবিএ

পুঁজিবাজার সম্পর্কিত বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘ডিবিএ সেরা রিপোর্ট’ পুরস্কারের ঘোষণা দিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন। এ উপলক্ষ্যে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন কর্তৃক গঠিত কো-অর্ডিনেশন কমিটির ১ম সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক দৈনিক আজকালের খবরের সম্পাদক প্রণব সাহা। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য ঢাকা রিপোটার্স ইউনিটির সভাপতি জামাল উদ্দীন, ৭১ টিভির পরিচালক (নিউজ) সৈয়দ ইশতিয়াক রেজা, ইকনোমিক রিপোটার্স ফোরামের সভাপতি সুলতান মাহমুদ, দৈনিক প্রথম আলোর বাণিজ্য সম্পাদক শওকত হোসেন মাসুম এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি সারোয়ার আলম চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আহসানুল ইসলাম টিটু। সভায় ১ জানুয়ারি ২০১৫ থেকে ৩১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত প্রকাশিত ও সম্প্রচারিত সেরা রিপোর্টের জন্য পুরস্কার দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।- প্রেস বিজ্ঞপ্তি