শিরোনাম

South east bank ad

বিলের শাপলা এখন ছাদে ও বারান্দায়!

 প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

মির্জা ইয়াহিয়া :
কিছুদিন আগে রাজধানী ঢাকার মতিঝিলের শাপলা চত্বর নিয়ে আমার কিছু পর্যবেক্ষণের কথা লিখেছিলাম। শাপলার মৌসুম যে চলছে সেটা তখন মাথায় ছিলো না। এখন দেখছি অনেকেই দেশের দর্শনীয় বিভিন্ন বিলে ঘুরতে যাচ্ছে। যার ছবি দিচ্ছে ফেসবুকে। যেখানে দেখছি লাল শাপলা, সাদা শাপলা। এসব ছবি দেখে আবার বুঝতে পারছি আমাদের জাতীয় ফুল শাপলা আসলেই দৃষ্টিনন্দন একটি ফুল।
এদেশে বর্ষা এলেই শাপলার দেখা পাওয়া যায়। এরপর শরৎ পর্যন্ত এটা বিলেঝিলে থাকে। এই তিন-চার মাস সবজি হিসেবে শাপলা পাওয়া যায় ঢাকার কাঁচাবাজারেও। অনেকেই ভাজি করে শখ করে খেয়ে থাকেন। আবার ইলিশ মাছের লেজ-মাথা-কাঁনকো দিয়ে রান্নারও একটি প্রচলন আছে আমাদের দেশে। এ বিষয়ে ছোটবেলার একটি স্মৃতি মনে পড়লো। সেই সত্তরের দশকের মাঝের দিকে আব্বার সঙ্গে যেতাম পুরান ঢাকার নবাবগঞ্জ বাজারে। এর পাশেই কামরাঙ্গীরচর। তখন সেখানে ভাগ হয়ে যাওয়া বুড়িগঙ্গার একটি অংশ খালের আকারে ছিলো। সেখানে নৌচলাচল ছিলো। সেখানে নৌকাভর্তি শাপলা ঘাটে ভিড়তো। সেগুলো পাইকারি হিসেবে বিক্রি হতো।
এবার করোনাভাইরাস আসার পর শাপলা নিয়ে ব্যতিক্রম একটি বিষয় দেখছি। লকডাউনের মধ্যে অনেকেই ছাদ ও বারান্দায় বাগান করার দিকে নজর দিয়েছে। অবাক ব্যাপার হলো বারান্দা বা ছাদেই টবে শাপলার পরিচর্যা করা হচ্ছে। কেউ কেউ আবার ছাদে ছোট্ট চৌবাচ্চা বানিয়ে শাপলা চাষ করছে। বিলের শাপলা এখন ছাদে ও বারান্দায়, এটা কিন্তু মজার ব্যাপার।
ঢাকা শহরে মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যানে (বোটানিক্যাল গার্ডেন) গেলে শাপলা দেখা যাবে। এছাড়া রাজধানীর আশপাশের এলাকাগুলোয় গেলেও বিস্তীর্ণ জলরাশিতে শাপলা পাওয়া যাবে। ঘুরে আসতে দেশের ঐতিহ্যবাহী শাপলা বিলেও। শাপলা ফুল দেখে চোখ জুড়াবে, মন ভরে যাবে। এ নিশ্চয়তা দেয়াই যায়।

(মির্জা ইয়াহিয়া,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং জনসংযোগ ও মিডিয়া বিভাগের প্রধান। সিটি ব্যাংক লিমিটেড, বাংলাদেশ, এর ফেসবুক পেইজ থেকে নেয়া।)

BBS cable ad

মিডিয়া কর্নার এর আরও খবর: