বিজিএমইএ-ডেইলি স্টারের চুক্তি
বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে পোশাক রপ্তানিতে আয় ৫০ বিলিয়ন বা ৫ হাজার কোটি মার্কিন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এ বিষয়ে ২৩ জানুয়ারি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সঙ্গে যৌথভাবে একটি সেমিনার আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি। এ জন্য গতকাল মঙ্গলবার বিজিএমইএর কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এতে সই করেন ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম এবং বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান।