শিরোনাম

South east bank ad

ইত্তেফাকের ফটো সাংবাদিক রেহেনা আক্তার আর নেই

 প্রকাশ: ২৯ জুন ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

দৈনিক ইত্তেফাকের স্টাফ ফটো সাংবাদিক রেহেনা আক্তার আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে সোমবার সন্ধ্যায় মারা যান। তার বয়স হয়েছিল ৩২ বছর। রেহেনা আক্তারের বড় ভাই ফটো সাংবাদিক ফজিত শেখ বাবু তার মৃত্যুর সংবাদটি জানান।মৃত্যুকালে তিনি স্বামী বাচ্চু মিয়া ও দুই মেয়ে রাদিয়া ইসলাম ও রাবাব ইসলামসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। রেহেনা আক্তার দৈনিক ইত্তেফাকের পূর্বে পাক্ষিক অনন্যা, বাংলা নিউজ টুয়েন্টিফোর অনলাইনসহ বিভিন্ন সংবাদমাধ্যমে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করেন। তার নামাজে জানাজা রাত ১০টায় রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ৮ নম্বর ওয়ার্ড বিবিএস মাঠ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। তার গ্রামের বাড়ি ডেমরায় বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
BBS cable ad

মিডিয়া কর্নার এর আরও খবর: