শিরোনাম

South east bank ad

দুটি সংবাদপত্র বিক্রয় কেন্দ্র ভাঙায় নিন্দা

 প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৫, ১২:০০ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

দুটি সংবাদপত্র বিক্রয় কেন্দ্র ভাঙায় নিন্দা
রাজধানীর গুলিস্তান সুপার মার্কেট ও টিএন্ডটি ভবন সংলগ্ন দুটি সংবাদপত্র বিক্রয় কেন্দ্র ভেঙে ফেলার নিন্দা জানিয়েছে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। একই সঙ্গে ওই দুটি দোকান আবার নির্মাণের জন্য সবার সহযোগিতা কামনা করেছে সংগঠনটি। ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মোসলেম মিয়া এক বিবৃতিতে ওই নিন্দা জানান। বিবৃতিতে আরও বলা হয়, ঢাকা শহর ও শহরতলী এলাকায় সংবাদপত্র হকারদের জন্য সংবাদপত্র বিক্রয়কেন্দ্র নির্মাণ করা হয়। যা ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির নামে বরাদ্দ দেয়া হয়েছিল। এসব কেন্দ্রের ভাড়া ২০১৬ সালের জুন পর্যন্ত পরিশোধ করা আছে। এর মধ্যে কিছু দোকান ভেঙে ফেলা হয়। যার বিরুদ্ধে সমিতি হাইকোর্টে আবেদন করলে স্থিতিবস্থা জারি করা হয়। কিন্তু তারপরও ওই দোকান দুটি ভেঙে ফেলা হয়।
BBS cable ad

মিডিয়া কর্নার এর আরও খবর: