বসুন্ধরার করোনা হাসপাতালে সাংবাদিকদের জন্য ২০০ শয্যা বরাদ্দের প্রস্তাব দিলেন সায়েম সোবহান আনভীর
আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য স্থাপিত দুই হাজার শয্যাবিশিষ্ট আইসোলেশন ইউনিটে সাংবাদিকদের জন্য কমপক্ষে ২০০ শয্যা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।
আজ রবিবার (১৭ মে) দেশের সবচেয়ে বড় করোনা চিকিৎসা কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ প্রস্তাব রাখেন।
সায়েম সোবহান আনভীর বলেন, সাংবাদিকরা দিনরাত ২৪ ঘণ্টা বাইরে কাজ করছে। এই হাসপাতালে কমপক্ষে তাদের জন্য ২০০টি শয্যা বরাদ্দ করা উচিত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী, কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।