নিখোঁজ সাংবাদিক কাজলের সন্ধান মিলেছে
চিত্রসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের সন্ধান মিলেছে। শনিবার দিবাগত রাত দুইটায় বেনাপোল সীমান্ত এলাকা থেকে ফোন আসে কাজলের পরিবারের কাছে। এসময় কাজলের সাথে কথা হয় পরিবারের সদস্যদের। রাতেই তাকে নিয়ে আসতে বেনাপোল রওনা হয়েছে পরিবার। বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার জানান, ঘটনা সত্য। তবে সাংবাদিক কাজল তাদের কাছে নেই। কাজল রয়েছেন বিজিবি'র কাছে। গত ১০ মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন কাজল। এরপর থেকে তার কোন খোঁজ ছিল না। অজানা আশঙ্কার মধ্যে দিন যাপন করতে থাকে তার পরিবার। অবশেষে শনিবার দিবাগত মধ্যরাতে তার খোঁজ মিলে। মোবাইলফোনও প্রথমবারের মতো খোলা পান পরিবারের সদস্যরা।