শিরোনাম

South east bank ad

মৈত্রী মিডিয়া সেন্টারে শুদ্ধ ভাষা প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন

 প্রকাশ: ১৩ এপ্রিল ২০১৯, ১২:০০ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

মৈত্রী মিডিয়া সেন্টারে শুদ্ধ ভাষা প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন
আজ মৈত্রী মিডিয়া সেন্টা‌রে শুদ্ধ বাংলা বানা‌নে সংবাদ লেখার উপ‌রে এক প্রশিক্ষণ কমর্শালার শুভ উদ্বোধন করেন প্রবীণ সাংবাদিক মাহবুবুর রহমান বাদল। মাদারীপুরের এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করছেন কবি সাহিত্যিক ও সাংবাদিক রিপনচন্দ্র মল্লিক। কর্মশালায় বি‌ভিন্ন সাংবা‌দিক ও অন্যান্য ব্য‌ক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন। পু‌রো কর্মশালা‌টির সার্বিক ব্যবস্থাপনায় মৈত্রী মি‌ডিয়া সেন্টা‌রের প্রতিষ্ঠাতা  ও অন্যান্য সদস্যগণ।
BBS cable ad

মিডিয়া কর্নার এর আরও খবর: