তথ্য কমিশনার হলেন সাবেক সিনিয়র সচিব সুরাইয়া বেগম

অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব সুরাইয়া বেগমকে তথ্য কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার তথ্য মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়।
তথ্য কমিশনার হিসেবে সুরাইয়া বেগমের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য আনুষাঙ্গিক সুবিধা সরকার নির্ধারণ করবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে তথ্য কমিশনে প্রধান তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক সচিব মরতুজা আহমদ। তথ্য কমিশনার হিসেবে রয়েছেন নেপাল চন্দ্র সরকার। এখন তথ্য কমিশনারের সংখ্যা হলো দু’জন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব থাকার সময় গত বছরের ৯ জানুয়ারি সিনিয়র সচিব হন সুরাইয়া বেগম। এর আগে তিনি প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য, সংস্কৃতি মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন। বিসিএস ১৯৮২ ব্যাচের কর্মকর্তা ২০১৭ সালের ৩১ জানুয়ারি অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু তার অবসরোত্তর ছুটি বাতিল করে এক বছরের জন্য চুক্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব নিয়োগ পান তিনি।