কুমিল্লার লালমাই প্রেসক্লাবের আত্মপ্রকাশ

কুমিল্লা জেলার নব গঠিত লালমাই উপজেলায় লালমাই প্রেসক্লাবের আত্মপ্রকাশ। মহান ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কুমিল্লার স্থানীয় একটি অভিজাত রেস্তোরায় দৈনিক একুশে সংবাদ এবং সাপ্তাহিক মিডিয়াভূবন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শাহজাহান মজুমদার এর নেতৃত্বে সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে আহবায়ক মোহাম্মদ শাহজাহান মজুমদার, যুগ্ম আহবায়ক ময়নামতি নিউজ ২৪.কম এর সম্পাদক ও প্রকাশক, দৈনিক তৃতীয় মাত্রা’র পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি এস.এম.মনির, অন্যান্য সদস্যগন হলেন সাপ্তাহিক বিনোদনধারা’র নির্বাহী সম্পাদক সাহাবুদ্দিন মজুমদার, সাপ্তাহিক লাকসাম বার্তা’র লালমাই প্রতিনিধি মোঃ আবু তাহের, সাপ্তাহিক অর্থধারা’র কুমিল্লা জেলা প্রতিনিধি প্রদীপ মজুমদার, জাতীয় সাপ্তাহিক আমাদের অধিকার এর বার্তা সম্পাদক রিয়াজ মোর্শেদ মাসুদ, দৈনিক আমার প্রানের বাংলাদেশ পত্রিকার লালমাই প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন।
নব গঠিত লালমাই প্রেসক্লাব এর কমিটি ঘোষনার পর আহবায়ক এর নেতৃত্বে সকল সদস্যদের নিয়ে সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরওয়ার এর সাথে ফুলের তোড়া দিয়ে সৌজন্য সাক্ষাত করেন।