কাশিয়ানী প্রেসক্লাবের সভাপতি হানিফ, সাধারন সম্পাদক মোরাদ

সরদার মজিবুর রহমান(গোপালগঞ্জ):
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিক ভাবে ৩১ ডিসেম্বর ২০১৭ইং উপস্থিত সদস্যদের সামনে ঘোষণা করা হয়েছে। কার্যনির্বাহী পরিষদের ১১টি পদের কোনটাতেই একাধিক প্রার্থী না থাকায় আবেদনকারী ১১ জনকে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশনার প্রেসক্লাবের আজীবন সদস্য ডাঃ মোঃ জাকির হোসেন,সহকারি কমিশনার প্রেসক্লাবের আজীবন সদস্য মোঃ সিরাজুল ইসলাম ও সদস্য সরদার মোঃ গোলাম মোস্তফা।
নির্বাচিত হলেন-
সভাপতি-হানিফ মাহমুদ (খবরপত্র),সহ-সভাপতি-মোঃ ফায়েকুজ্জামান ভোরের ডাক,সাধারন সম্পাদক- নিজামুল আলম মোরাদ (যায়যায়দিন),যুগ্ম সম্পাদক- মোঃ মিকাইল মিয়া দৈনিক পথযাত্রা) কোষাধ্যক্ষ,মোঃ রিজাউল আলম (দৈনিক সংবাদ),দপ্তর সম্পাদক-মোঃ সালাউদ্দিন সুজন(অর্থনীতি)
কার্যনির্বাহী সদস্য হলেন, কাজী ওমর হোসেন(সাপ্তাহিক কাশিয়ানী বার্তা)
মোঃ হাফিজুর রহমান (সময় সংবাদ), মোঃ বিপ্লব হোসেন (ভোরের কাগজ) মোঃ তাইজুল ইসলাম টিটোন (আজকের অগ্রবাণী),সাজ্জাদ হোসেন সিজু (সাপ্তাহিক কাশিয়ানী বার্তা)।