শিরোনাম

South east bank ad

ব্যতিক্রমী আয়োজন নিয়ে ‘দীপ্ত টিভি’ সমপ্রচারে আসছে কাল

 প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৫, ১২:০০ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

ব্যতিক্রমী আয়োজন নিয়ে ‘দীপ্ত টিভি’ সমপ্রচারে আসছে কাল
ভিন্নধর্মী সব অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছে কাজী মিডিয়া লিমিটেডের ‘দীপ্ত টিভি’। এমন কথা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। সে জল্পনার অবসান হতে যাচ্ছে আগামীকাল। দেশের ২৬টি চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে সমপ্রচার কার্যক্রম চালু হতে যাচ্ছে এ চ্যানেলটির। এ উপলক্ষে গতকাল রাজধানীর ডেইলি স্টার সেন্টারে চ্যানেলটি আয়োজন করে এক সংবাদ সম্মেলনের। এতে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির চিফ অপারেটিং অফিসার কাজী উরফী আহমেদ, কাজী মিডিয়া লিমিটেডের ডিরেক্টর কাজী জাহিন হাসান, চ্যানেলটির ব্রডকাস্ট হেড হাসিবুল হাসান ও বার্তাপ্রধান নাজমুল হাসান। এরই মধ্যে চ্যানেলে প্রচারের জন্য চারটি মেগা সিরিয়াল নির্মাণ হয়েছে। এগুলো হলো ‘অপরাজিতা’, ‘পালকী’, ‘খুঁজে ফিরি তাকে’ ও তুর্কি ধারাবাহিক ‘সুলতান সুলেমান’। তুর্কি ধারাবাহিকটি বাংল ভাষায় রূপান্তরিত। সংবাদ সম্মেলনে কাজী উরফী আহমেদ বলেন, ভিন্ন মাত্রার বিনোদন নিয়ে আসার যে পরিকল্পনা এতদিন করে এসেছি কাল সেটা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আমাদের দেশের ৭০ ভাগ দর্শক ভারতীয় চ্যানেলের ওপর নির্ভরশীল হয়ে গেছেন। সেসব দর্শককে ঘরে ফেরাতেই দীপ্ত টিভির সব ভিন্ন আয়োজন। ধারাবাহিক চ্যানেলটিতে ছাড়াও থাকছে টকশো, শিশুদের কার্টুনসহ বেশকিছু ব্যতিক্রমী অনুষ্ঠান।
BBS cable ad

মিডিয়া কর্নার এর আরও খবর: