শিরোনাম

South east bank ad

বিজিবি কতৃক সাংবাদিক পেটানোর প্রতিবাদে শার্শায় অবস্থান ধর্মঘট

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০১৭, ১২:০০ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

বিজিবি কতৃক সাংবাদিক পেটানোর প্রতিবাদে শার্শায় অবস্থান ধর্মঘট
আসাদুজ্জামান রিপন :(শার্শা বেনা‌পোল): বেনাপোল বন্দর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলানিউজের ষ্টাফ রিপোর্টার আজিজুল হক বিজিবি কর্তৃক শারীরিকভাবে লাঞ্চিত হওয়ার ঘটনায় শার্শা প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় শার্শা বাজারে উপজেলার সাংবাদিকদের সকল সংগঠনের সাংবাদিকদের উপস্থিতিতে অবস্থান ধর্মঘট, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আধাঘন্টা যাবত ১১ টা হতে সাড়ে ১১ টা পর্যন্ত রাস্তার উপরে অবস্থান কর্মসূচী পালন করায় দু’পাশে আমদানি-রপ্তানিবাহী পণ্য ট্রাক, দূর দূরান্তরের পরিবহনসহ সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শার্শা থানা পুলিশের বিশেষ অনুরোধে অবস্থান ধর্মঘট তুলে প্রেস ক্লাব শার্শায় প্রতিবাদ সমাবেশ করা হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে প্রেস ক্লাব শার্শার সভাপতি আব্দুল মুননাফ এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অত্র প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইয়ানুর রহমান, প্রেস ক্লাব শার্শার সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, বেনাপোল বন্দর প্রেস ক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, প্রেস ক্লাব বেনাপোলের সভাপতি এনামুল হক, বাগ আঁচড়া প্রেস ক্লাবের সভাপতি ইন্তাজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক আবু সাইদ, আইসিটি প্রেস ক্লাবের সভাপতি আরিফুল ইসলাম, শার্শা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এম ওসমান, প্রচার সম্পাদক আজিজুল ইসলাম, আব্দুর রহমান, বেনাপোল বন্দর প্রেস ক্লাবের সহ সভাপতি আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বাবু, শাহনেওয়াজ মল্লিক স্বপন, সাংবাদিক আসাদুজ্জামান রিপন,তামিম হোসেন সবুজ, বাবু, সাহাবুদ্দিন আহম্মেদ, তৌহিদুর রহমান, বাচ্চু হাওলাদার, আব্দুর রহমান প্রমুখ। প্রতিবাদ সভাশেষে রোববার সকালে নাভারণ সাতক্ষীরা মোড় ও বিকালে বাগআঁচড়া প্রেস ক্লাবের সামনে অনুরুপ কর্মসূচী দেয়া হয়েছে। সাংবাদিক লাঞ্চনাকারি ৪৯ বিজিবি’র সিও আরিফুল ইসলামকে যশোর থেকে প্রত্যাহার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বিষয়টির সুষ্ঠ সমাধান না হওয়া পর্যন্ত সাংবাদিকরা বিজিবির সকল সংবাদ ও অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ৪ আগষ্ট বন্দর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলানিউজের ষ্টাফ রিপোর্টার আজিজুল হককে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং হ অফিসার (সিও) লে. কর্নেল আরিফ কর্তৃক মারধরের ঘটনায় অবস্থান ধর্মঘট, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল সাংবাদিকরা।
BBS cable ad

মিডিয়া কর্নার এর আরও খবর: