বাংলামেইল সংবাদকর্মীদের বকেয়া বেতন পরিশোধের দাবি ডিআরইউ’র

সদ্য বন্ধ হয়ে যাওয়া অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইল টুয়েন্টিফোর ডটকমে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ)। সংগঠনের সভাপতি জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যরা সোমবার (২১ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
যৌথ বিবৃতিতে ডিআরইউ’র পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, কোনো ধরনের আলোচনা ছাড়া বাংলামেইল টুয়েন্টিফোর ডটকম বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এ অবস্থায় ৩ মাস (আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর-২০১৬) পার হলেও কর্মীদের বেতন-ভাতা দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকি বিগত ঈদ-উল-আজহায় সাংবাদিক-কর্মচারীদের উৎসব ভাতাও (ঈদ বোনাস) দেওয়া হয়নি। প্রতিষ্ঠানটির সর্বশেষ অবস্থা সম্পর্কেও কর্মরত সাংবাদিক-কর্মচারীদের কোনো কিছু জানানো হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্টরা বারবার তাগাদা দিলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ।
ডিআরইউ বাংলামেইল কর্তৃপক্ষকে অবিলম্বে কর্মরত সকল শ্রেণির সাংবাদিক-কর্মচারীকে ৩ মাসের বেতন ভাতা, বকেয়া বোনাস ও প্রাপ্য সুবিধাদি দেওয়া এবং প্রতিষ্ঠানটির সর্বশেষ অবস্থান সম্পর্কে সাংবাদিক-কর্মচারীদের অবহিত করার অনুরোধ জানিয়েছে।