South east bank ad

মাদারীপুর পৌর শহরে জাস্টিস রিফর্ম করাপশন ত্রৈমাসিক সমন্বয় অনুষ্ঠিত

 প্রকাশ: ২০ নভেম্বর ২০১৬, ১২:০০ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

মাদারীপুর পৌর শহরে জাস্টিস রিফর্ম করাপশন ত্রৈমাসিক সমন্বয় অনুষ্ঠিত
এস এম আরাফাত হাসান: মাদারীপুর পৌর শহরের লিগ্যাল এইড ট্রেনিং সেন্টারে গত শনিবার সকাল ১১ টা থেকে ১টা পর্যন্ত জাস্টিস রিফর্ম করাপশন (জেআরএসপি) ত্রৈমাসিক সমন্বয় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আবু দাউদ মোঃ শামিম এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সরকারি নাজিম উদ্দিন বিশ্ব বিদ্যালয় কলেজের সাবেক অধ্যাপক ও জেলা দর্নীতি দমন কমেটির সভাপতি জনাব মোঃ গোলাম মোস্তফা, আরোও উপস্থিত ছিলেন মাদারীপুর প্রেসক্লাবের আহবায়ক ও সিনিয়র সাংবাদিক জনাব মোঃ শাজাহান খান , সিনিয়র সাংবাদিক (বিটিভি )জনাব মাহাবুবুর রহমান বাদল, খালেদুর রহমান বেলাল খান , আক্তার হোসেন বাবুল , সাব্বির হোসাইন আজিজ , মেহেদী হাসান সোহাগ , দৈনিক অর্থনীতির কাগজ এর এস এম আরাফাত হাসান, এমদাদ খান , আব্দুল্লাহ আল মামুন , ফোরকান আহমেদ , কামরুল হাসান সহ প্রমুখ . জেআরএসপির সমন্বয় সভায় বক্তারা দুর্নীতির বিভিন্ন বিষয়ে তুলে ধরেন . সাংবাদিক গন দুর্নীতির বিরোধী সামাজিক সচেতনতা মুলক চিত্র তুলে তার লেখনীর মাধ্যমে সকল শ্রেণীর পেশার মানুষ সচেতন করতে অগ্র ভুমিকা পালন করার আশা ব্যক্ত করে।
BBS cable ad

মিডিয়া কর্নার এর আরও খবর: