রাজবাড়ী সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটি গঠিত

রাজবাড়ীতে কর্মরত কলম যোদ্ধাদের হাতকে আরো শক্তিশালী করতে জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টায় শহরের হাজী সিরাজ খান টাওয়ার এর অস্থায়ী কার্যালয়ে খন্দকার রবিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে আলাপ আলোচনার মাধ্যমে নিম্ন লিখিত আহ্বায়ক কমিটি গঠিত হয়।
আলোচনা শেষে উপস্থিত সকল সাংবাদিকদের সন্মতিক্রমে ৭১নিউজ.টিভি, abnews24.com এবং দৈনিক অর্থনীতির কাগজ এর প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম কে আহ্বায়ক ও u71news.com এর প্রতিনিধি দেবাশীষ বিশ্বাসকে সদস্য সচিব করে মোট ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিঠি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যবন্দৃ হলেন দৈনিক খবর এর প্রতিনিধি কাজী সেলিম মাবুদ, নয়াদিগন্ত এর গোয়ালন্দ প্রতিনিধি মেহেদুল হাসান আক্কাছ, দৈনিক বাংলাদেশ সময় ও daily industry এর প্রতিনিধি মো: মাহফুজুর রহমান, প্রিয়.কম এর প্রতিনিধি আশিকুর রহমান, যায়যায়দিন এর (পাংশা)প্রতিনিধি মাসুদ রেজা শিশির ফেয়ারনিউজ২৪.কম এর মো: মেহেদী হাসান মাসুদ, inn24bd.com এর প্রতিনিধি মোঃ মতিন মোল্লা, rajbaritoday প্রতিনিধি ইব্রাহিম মোল্লা, rajbaritoday এর প্রতিনিধি মোঃ সাঈদুর রহমান সাঈদ।