শিরোনাম

South east bank ad

শামীম আহমেদ এর কবিতা “ধর্ম যার যার দেশটা সবার”

 প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   সাহিত্য

“ধর্ম যার যার দেশটা সবার”

শামীম আহমেদ

তিনটা ভাগে ভাগ হয়েছে একটা সোনার দেশ
স্বপ্ন মোদের পাবো শান্তি সুখেই থাকবো বেশ ।
এই আন্দোলন, সেই আন্দোলন বৃটিশ তাড়াও ভাই,
সুখ শান্তি নিয়ে মোরা সুখে থাকবো তাই ।
আন্দোলনের আগে সবাই এক হয়ে গেলাম
হিন্দু মুসলমান বৌদ্ধ খৃস্টান এক সাথে পেলাম ।
শান্তি চাই, স্বাধীন চাই, মুক্তি দিয়ে দাও
বৃটিশ মোদের প্রস্তাব দিলো কি ভাবে তা চাও ।
অনেক খুশি মহা খুশি গোল টেবিলে বসে,
দুইটা দেশের নেতারা সব মুচকি মুচকি হাসে ।
কংগ্রেস আর মুসলিম লীগ সবাইতো ছিল ঠি ক
স্বার্থের টানে প্রয়োজনে সবাই তো ছিল সঠিক ।
প্রতারনার জাল বুনে, জনে জনে মানুষ গুনে,
হত্যার উল্লাস, ধর্ষণ আর হত্যা শেষে শত শত লাশ ।
হিন্দু মারো, মুসলিম ধরো, ধরে ধরে জবাই করো,
ভাগ হবে আজ ধর্ম নিয়ে, ধর্মের জন্যে সবাই মরো
মাউন্টব্যাটেন ঘরে বসে, মনে মনে অংক কষে
আঁকা আকি ভাগ, সবাই দেশ পাক ।
অনেক আঁকা বাঁকা শেষে দুইটা স্বাধীন দেশ,
পাকিস্তানের সাথে সোনার বাংলা দু:খের নেই শেষ ।
অত্যাচার, নির্যাতন, তর্জন আর গর্জন
শোষন,পেষন করা, শাসনটা ছিল তখন অত্যাচারে ভরা।
স্বাধীনতার ডাক এলো দেশটা এবার স্বাধীন হলো
জয় বাংলার জয়,
স্বাধীন দেশ স্বাধীন রাষ্ট্র কেন তবে ভয় ।
আজো ধর্মের ডাক আসে তিনটা দেশেই দু:খে ভাসে ।
ধর্মই সব কর্ম, অসাম্প্রদায়িকের দেশে,
আবার কি যুদ্ধ হবে ধর্ম নিয়েই শেষে ।

(শামীম আহমেদ, ব্যাংকার)

BBS cable ad

সাহিত্য এর আরও খবর: