শিরোনাম

South east bank ad

শামীম শিল্পী আহমেদ এর কবিতা ” এবাদতখানা”

 প্রকাশ: ০৪ নভেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   সাহিত্য

“এবাদতখানা”
শামীম শিল্পী আহমেদ

মসজিদ আমার অনেক প্রীয় পাঁচ বারেতে যাই,
তারাতারি গেলে সেথা ফরজ নামাজ পাই ।
পাঁচ বারেতে সব মিলিয়ে দুই ঘন্টা সময় ,
নামাজ শেষে বাড়ি ফিরতে লাগে শুধু ভয় ।
বাড়ী আমার বাঁশের বেড়া উপরে টিনের চাল,
অনেক বছর আগের ঘড়, ভূলেই গেছি কাল ।
টিনের চাল ফুটো তাই পানিতে সয়লাব
ছেলে মেয়ে কস্টে আছে ঘড়ে বৃদ্ধ বাপ ।
আমার নয় সবার বাড়ীই বেড়া (বাঁশের)দিয়ে করা,
গায়ের মন্দির, মসজিদ গুলোই ইট দিয়ে গড়া ।
ঝড় বৃষ্টিতে ইবাদতখানার কিছুই নাহি হয়,
সারারাত উপরওয়ালাকে ডাকি, মনে লাগে ভয় ।
জুম্মার দিন বলেছেন ইমাম করলে টাকা দান,
নিশ্চয় ৭০ গুন ছোয়াব দিবে আল্লাহ মহান ।
বাড়ী আমার বিদ্যুৎ ছাড়া, নাই টিনের চাল,
এসির জন্যে চাঁদা দিতে হয়েছে অনেক কাল ।
পাড়ার শম্ভু দাদা আছে অনেক দু:খে,
ঠাকুর বলেছে দক্ষিনা দিলে থাকবে তুমি সুখে ।
দিনে দিনে ঠাকুর মশাইর দেহো খানি বাড়ে
লিকলিকে শরীরের শম্ভু দাদা থাকে অনাহারে ।
দুর্গা দেবীর অংগখানি স্বর্ণালংকারে ঢাকা,
মেয়ের বিয়ে হয়নি শম্ভুদার বাড়ীতে নেই টাকা ।
গয়না নিয়েই দুর্গা দেবীর, দশমিতে বিসর্জন,
অনেক দান দেয়ার পরেই, শুধু পুন্যই অর্জন ।
বুদ্ধ, ফাদারের থাকে না সংসার,
দিন দিন বাড়ে শুধু দান দেয়ার হার ।
দিনে আয় রাতে খায় দিনমজুর যে জন
কেউ তো খোঁজ নেয় না মানুষ ক’জন ।
আধ বেলা খাওয়ার পরেও মসজিদে দান,
নইলে বাচবে না বাপ, দাদার সম্মান ।
হাত তুলে দান দেয়ার কথা যদি বলি,
সবাই সম্মান করে, বলে সমাজ নিয়ে চলি ।
মসজিদ দেখলেই বলি আল্লাহর ঘড়,
আরসে আযিমে আল্লাহ নাহি কারো পর ।
একত্ববাদের ইবাদত যেখানেতেই হয়,
উপরওয়ালা মেনে নিবে নেই কোনো ভয় ।

(শামীম শিল্পী আহমেদ, ব্যাংকার)

BBS cable ad

সাহিত্য এর আরও খবর: