১৮ মিনিটের একটি ভাষণ
বদলে দিলো ইতিহাস
শক্তি সঞ্চার করলো
সাড়ে সাত কোটি প্রাণে
জন্ম দিলো এক নতুন দেশের।
১৮ মিনিটের একটি ভাষণ
ছিল একটি কবিতার মতন
কাগজে লেখা ছিল না কিছুই
তবুও রক্তাক্ষরে লেখা হয়ে গেল
প্রতিটি দেশপ্রেমিক বাঙালির হৃদয়ে।
১৮ মিনিটের একটি ভাষণ
ছিল অনেক না বলা কথা
বঙ্গবন্ধুর শানিত কণ্ঠস্বর
আর তর্জনীর নির্দেশে
বলা হয়ে গেলো সবকিছু।
১৮ মিনিটের একটি ভাষণ
প্রত্যেক ঘরে ঘরে দূর্গ গড়ে তুললো,
বঙ্গবন্ধুর ডাকে বাঙালি শপথ নিলো
“ রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো
এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।”
১৮ মিনিটের একটি ভাষণ
প্রাণিত করেছিল, আশার আলো জ্বেলেছিল
আর তাইতো আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, এই বিশ্বাসে
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”
১৮ মিনিটের একটি ভাষণ
আজ বিশ্ব প্রামাণ্যের ঐতিহ্য, জগৎ সমাদৃত
ইউনেস্কো স্বীকৃত।
বঙ্গবন্ধুর ভরাট কণ্ঠে, ৭ই মার্চের সেই আহ্বান
আজ এক অন্যন্য ঐতিহাসিক কবিতা।