শিরোনাম

South east bank ad

১ ফেব্রুয়ারি‘জাতীয় কবিতা উৎসব’ শুরু

 প্রকাশ: ১০ জানুয়ারী ২০১৮, ১২:০০ পূর্বাহ্ন   |   সাহিত্য

১ ফেব্রুয়ারি‘জাতীয় কবিতা উৎসব’ শুরু
নয় দেশের কবিদের অংশগ্রহণে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দু’দিনব্যাপী ‘জাতীয় কবিতা উৎসব’। এটি উৎসবের ৩২তম আসর। উৎসবের এবারের স্লোগান ‘দেশহারা মানুষের সংগ্রামে কবিতা’। এ বছর কবিতা উৎসবের থিম সং লিখেছেন কবি মহাদেব সাহা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন উৎসবের আয়োজক জাতীয় কবিতা পরিষদ। সংবাদ সম্মেলনে জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি ড. মুহাম্মদ সামাদ, সাধারণ সম্পাদক কবি তারিক সুজাতসহ আরও অনেকে বক্তব্য দেন। কবি মুহাম্মদ সামাদ জানান, এবারের কবিতা উৎসবে সুইডেন থেকে কবি আরনে জনসন, ক্রিস্টিয়ান কার্লসন, ভিভেকা জোরেন, ইংল্যান্ড থেকে এগনেস মেডাওস, ক্যামেরুনের কবি জয়সে আওসাতাতাং, মিশরের কবি ইব্রাহীম এলমাসরি, মেক্সিকোর ইউরি জামব্রানো, জাপানের তেইজিন, তাইওয়ানের মিয়াও-ওয়াইতুম, কলম্বিয়ার মারিও মেথররাসহ অনেকে অংশ নেবেন। এ ছাড়া ভারত থেকে আসবেন বিভিন্ন ভাষার কবি। তিনি বলেন, সবমিলিয়ে এবারের উৎসবে ৩০০ কবি নিজেদের কবিতা পাঠ করবেন। এ ছাড়াও কবিতা নিয়ে বিভিন্ন সেশনে অংশ নেবেন দেশি-বিদেশি কবিরা। তিনি আরও বলেন, এবারের উৎসবে জাতীয় কবিতা পরিষদ পুরস্কার দেয়া হবে। উৎসবের ধারাবাহিকতা বজায় রেখে এক বছর অন্তর কবিতা পরিষদ একজন কবিকে এ পুরস্কার দেয়। কবি তারিক সুজাত বলেন, এবারের কবিতা উৎসবে মূল প্রতিপাদ্য ‘মিয়ানমারের জাতিগত সন্ত্রাসের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠী’। তিনি বলেন, দেশহারা এ সব মানুষের অনিশ্চিতের যাত্রা এখনও অব্যাহত রয়েছে। আসন্ন জাতীয় কবিতা উৎসবে দেশ-বিদেশের শুভবাদী কবিরা দেশহারা এ মানুষগুলোর সংগ্রামে কবিতার অমল শক্তি নিয়ে সাহস যোগাবে। তিনি আরও বলেন, ‘এবারের উৎসবে বর্বরতার বিরুদ্ধে কবিতার শাণিত উচ্চারণে সম্মিলিতভাবে প্রতিবাদ জানানো হবে’। উল্লেখ্য স্বৈরশাসনের বিরুদ্ধে শৃঙ্খল মুক্তির ডাক দিয়ে ১৯৮৭ সালে জাতীয় কবিতা উৎসবের যাত্রা শুরু হয়।
BBS cable ad

সাহিত্য এর আরও খবর: