শিরোনাম

South east bank ad

অচিন্ত্য কুমার বিশ্বাস এর কবিতা "উপস্থাপনা"

 প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৭, ১২:০০ পূর্বাহ্ন   |   সাহিত্য

অচিন্ত্য কুমার বিশ্বাস  এর কবিতা "উপস্থাপনা"

উপস্থাপনা

অচিন্ত্য কুমার বিশ্বাস যে কোন মনের ভাবনা, বোবার ও হোক প্রকাশনা, এ সবই হলো উপস্থাপনা. হতে পারে আপন জনার কাছে, অথবা ঘোর শত্রুর পাছে পাছে। দূর্বলের মুখের উপরে, সবলের ঠিক অগোচরে। বিদ্যালয়ের শ্রেনি কক্ষে, বিরাট জনতার সমক্ষে। নিজ পরিবারের কারও সাথে, ভিন্ন কারও, চলতে পথে পথে। যে কোন সময়, যে কোন স্থানে, মনের ভাবনা এক বা বহু জনে। তবে উপস্থাপনা হয় যত বেশি মধুর, তত দ্রুত ছড়িয়ে পড়ে দূর হতে বহু দূর। উ-উচ্চারণ হতে হয় সুন্দর, প-প্রকাশভঙ্গী থাকবে মনোহর, স্থা-স্থান, কাল আর পাত্র ভে্দে, প-পান্ডিত্য ও আছে এবে, না-নাটকীয়তা ভালবাসে সবে, এ পঞ্চগুনে হলো মধুর উপস্থাপনা। অবশ্য পূর্বপ্রস্তুতি নিতে নেই মানা। নৃত্য, দেহাঙ্গের মূদ্রার উপস্থাপনা, সঙ্গীত, স্বর আর সূরের প্রকাশনা। নাটকের সংলাপ ও বাদ পড়ে না, ছোট বা বড় সবই উপস্থাপনা, হ্রস আথবা দীর্ঘ হতে নেই মানা, বিশুদ্ধ উচ্চারণ, দৃষ্টি নন্দন প্রকাশ ভঙ্গী, পান্ডিত্য,নাটকীয়তা থাকে যদি সঙ্গের সঙ্গী। স্থান,কাল, পাত্র যার চেনা ও জানা, এই পঞ্চগুনের গুনীর সমানা, এমন সুউপস্থাপক সহসা হবে না। সুবক্তা ও এক জন ভাল উপস্থাপক, তবে এতে অনুশীলন লাগে ব্যাপক। জ্ঞান, প্রেম আর অনুশীলন, আত্মোপলব্ধির সাথে করলে লালন, হবেই সে খ্যাতিমান বক্তা একজন। ভাল শ্রোতা না হয়ে সুবক্তা হওয়া যায় না, উপমা, অনুকরণ আর অনুশীলনের নেই তুলনা।

  অচিন্ত্য কুমার বিশ্বাস এম এ, এল এল বি, ডিপ –ইন-এড(ঢাঃবিঃ) শ্রেষ্ঠ প্রধান শিক্ষক,গোপালগঞ্জজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ খ্রিঃ।
BBS cable ad

সাহিত্য এর আরও খবর: