শিরোনাম

South east bank ad

সরকারি ৬ প্রতিষ্ঠানে চাকরির সুযোগ

 প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   চাকরির খবর

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৫ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসব ব্যাংকে একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।

পদের নাম : সিনিয়র অফিসার (প্রকৌশলী সিভিল) বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদে লোক নেওয়া হবে। পদের সংখ্যা : ৫৮। এর মধ্যে সোনালী ব্যাংকে ১, জনতা ব্যাংকে ১২, অগ্রণী ব্যাংকে ২৫, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩, প্রবাসী কল্যাণ ব্যাংকে ১৬ ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে একজনকে নিয়োগ দেওয়া হবে।

আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বা পুরকৌশল বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোতে কমপক্ষে দুটিতে প্রথম শ্রেণি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।

আবেদন যেভাবে : আগ্রহীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) এর মাধ্যমে আবেদন করতে পারবেন। পরীক্ষা ফি বাবদ ২০০ টাকা ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং ‘রকেট’-এর মাধ্যমে দিতে হবে।

বয়সসীমা : আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। প্রার্থীদের প্রাথমিক নির্বাচনী, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ : আগামী ২৫ জানুয়ারি ২০২২ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এ পদের জব আইডি নম্বর ১০১৫১।

BBS cable ad

চাকরির খবর এর আরও খবর: