পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
পর্তুগালের রাজধানীর লিসবনে গত শনিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশী অধ্যুষিত এলাকায় স্থানীয় একটি রেস্টুরেন্টে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ২০২২-২০২৩ সালের জন্য সংগঠনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
ঢাকা পোস্টের পর্তুগাল প্রতিনিধি ফরিদ আহমেদ পাটোয়ারীকে সভাপতি এবং এটিএন বাংলার পর্তুগাল প্রতিনিধি রাসেল আহম্মেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়।
নতুন কমিটির সহ-সভাপতি হলেন জহুরুল ইসলাম মুন (যমুনা টিভি), তারিকুল হাসান আশিক (সময় টিভি), এফ আই রনি (বিডি স্টার টিভি)। এতে সহ সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আনোয়ার এইচ খান ফাহিম (আই নিউজ), শহীদ আহমদ (দৈনিক ডাকবাংলা) ও মনির হোসেন (সংবাদ প্রতিদিন)। সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ তানভীর আহমদ (সমকাল) ও সহ সাংগঠনিক সম্পাদক সমীর দেবনাথ।
কোষাধ্যক্ষ জাহিদ কায়সার (প্রবাস কথা), প্রচার সম্পাদক মো. এনামুল হক (একুশে টিভি অনলাইন), দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মহিউদ্দিন (আটলানটিক টিভি), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. হাসান কোরাইশী, অভিবাসন বিষয়ক সম্পাদক আবু সাঈদ (জাগো নিউজ)। কার্যকরী নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রনি মোহাম্মদ (বাংলাদেশ প্রতিদিন), বেলাল আহমেদ (এনটিভি ইউকে), রাহিব ফয়সল ও শওকত আলম।
সংগঠনের নতুন এ কমিটির সদস্যরা পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের মুখপাত্র হিসেবে পর্তুগাল তথা বাংলাদেশ সরকারের কাছে প্রবাসীদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং গৌরবের বিষয়গুলো বিশ্বদরবারে ফুটিয়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।