শিরোনাম

South east bank ad

কুয়েতের ৩১তম স্বাধীনতা দিবস উদযাপন

 প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

১৯৬১ সালের ২৫ ফেব্রুয়ারি ব্রিটিশ ও ১৯৯১ সালের ২৬ ফেব্রুয়ারি ইরাক দখলদার বাহিনীর হাত থেকে স্বাধীনতা লাভ করে কুয়েত। এরপর থেকে প্রতি বছরই ২৫/২৬ ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস উদযাপন করে আসছে দেশটি।

গত দুই বছর কুয়েত মহামারির কারণে সাদামাটাভাবেই স্বাধীনতা দিবস উদযান করেছিল দেশটি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় এ বছর জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুয়েতে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে ৯ দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ উচু স্থাপনাগুলোসহ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও লিবারেশন টাওয়ার সাজে সজ্জিত করা হয়েছে। দেশটি রাস্তায় রাস্তায় নাগরিকদের নানা রঙে সজ্জিত গাড়ি বহর নিয়ে হালা হালা ফেব্রুয়ারি গানে মেতে ওঠেছিল স্থানীয় নাগরিকরা।

লিবারেশন টাওয়ার ও কুয়েত টাওয়ারের ভিন্নরকম সৌন্দর্য দেখতে ভিড় জমিয়েছিলেন স্থানীয় নাগরিকদের পাশাপাশি বাংলাদেশিসহ নানা দেশের প্রবাসীরা। এদিনে অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অসংখ্য শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করেছে।

স্বাধীনতার ৩১ বছরে দেশের ব্যাপক অবকাঠামো উন্নয়ন হয়েছে। কুয়েতের রাস্তা-ঘাট স্কুল কলেজ ইউনিভার্সিটিসহ শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। দেশের সরকারি স্থাপনাগুলো ও কুয়েত সিটির অবকাঠামো উন্নয়ন খুবই নান্দনিক আকর্ষণীয় এবং দেশটির আইনশৃঙ্খলা ব্যবস্থা ও আধুনিকায়ন করা হয়েছে যা অত্যন্ত প্রশংসনীয়

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: