শিরোনাম

South east bank ad

ঝড়ে পড়ে গেল নিউটনের ‘আপেল গাছ’!

 প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আপেলটি মাটিতে পড়লো কেন? নিউটনের মাথায় এই প্রশ্ন এসেছিল যেই আপেল গাছ দেখে, সেই আপেল গাছটিই ঝড়ে উপড়ে পড়েছে।

ক্যামব্রিয়ান ইউনিভার্সিটির বোটানিক্যাল গার্ডেনের কিউরেটর ড. স্যামুয়েল ব্রোকিংটন বলেন ঝড়ে পড়ে যাওয়া গাছটি ১৯৫৪ সালে লাগানো হয়েছিল। তিনি এটিও নিশ্চিত করেন যে উপড়ে যাওয়া এই গাছটি সেই গাছেরই ক্লোন, যেই গাছের আপেল পড়া দেখে নিউটনের মাথায় প্রশ্ন এসেছিল, আপেলটি মাটিতে পড়ল কেনো?

বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের মহাকর্ষের সূত্র আবিষ্কারের নেপথ্যে থাকা আসল আপেল গাছটি ছিল লিঙ্কনশায়ারের গ্রান্থামের উলসথর্প ম্যানরে। যা নিউটনকে তার মাধ্যাকর্ষণ তত্ত্ব তৈরি করতে নেতৃত্ব দেয়।

এবারে তাদের কাছে থাকা গাছটির আরেকটি ক্লোন বোটানিক্যাল গার্ডেনের আরেক জায়গায় লাগানো হবে বলে জানায় বোটানিক গার্ডেন কর্তৃপক্ষ। বিজ্ঞানী নিউটনের অবদানকে স্মরণীয় করে রাখতে গাছটির ক্লোন করে রাখা হবে।

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: