শিরোনাম

South east bank ad

দুবাইয়ে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

 প্রকাশ: ০৩ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় আশরাফ আলী নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

গত (৩০ জানুয়ারি) দুবাইয়ের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আশরাফ আলী মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গ‌ণকিয়া গ্রামের ইসমাইল আলীর ছেলে।

আশরাফ আলীর ১৮ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে। নিহত আশরাফ আলীর ভাই মুহাম্মদ ইব্রাহিম আলী এসব তথ্য জানান।

মুহাম্মদ ইব্রাহিম আলী বলেন, তার ভাই ১৫ দিন আগে দুবাইয়ে যান। সেখানে যাওয়ার পর ২৭ জানুয়ারি বিকেলে আশরাফ আলী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে ৩০ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আশরাফ আলীর মৃত্যুতে পরিবার এবং আমিরাত বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: