কঙ্গোতে মিলিশিয়া হামলায় নিহত কমপক্ষে ৬০
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
মধ্য আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রে মিলিশিয়া বাহিনীর হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছে।
গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে পূর্বাঞ্চলের ইতুরি প্রদেশের সাভো ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় একটি মানবাধিকার সংগঠনের প্রধান এবং এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কোডিকো নামের একটি মিলিশিয়া বাহিনী এই হামলার জন্য দায়ী। গ্রিনিচ মান সময় রাত ২টার দিকে শিবিরটিতে এই হামলা চালানো হয়।
সাম্প্রতিক বছরগুলোতে ইতুরি প্রদেশে কয়েকশ বেসামরিক নাগরিককে হত্যা করেছে কোডিকো। তাদের এই হামলার কারণে বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার মানুষ। সম্প্রতি তারা বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় কেন্দ্রগুলোতেও হামলা চালিয়ে যাচ্ছে।
সাভো শিবিরের এক বাসিন্দা বলেন, ‘আমি যখন বিছানায় ছিলাম তখন প্রথম কান্নাকাটির শব্দ শুনতে পাই। এর কয়েক মিনিট পর গুলির আওয়াজ পাই। আমি পালাতে শুরু করি এবং টর্চের আলো দেখতে পাই। মানুষ সাহায্যের জন্য কাঁদছিল এবং আমি বুঝতে পারছিলাম আমাদের এলাকায় কোডিকোর মিলিশিয়ারা হামলা চালিয়েছে। আমরা ৬০টিরও বেশি মৃতদেহ গুণেছি এবং অনেকে গুরুতর আহত হয়েছে।’
স্থানীয় দাতব্য প্রতিষ্ঠান বাহেমা-নর্থের সভাপতি চ্যারিটি বানজা বাভি জানিয়েছেন, ৬৩ জন নিহত হয়েছে।
জাতিসংঘের অভিবাসন সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে সাভোতে প্রায় চার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে।