দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের তালিকায় আশরাফ গনি
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের তালিকায় নাম লেখালেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি। বুধবার (২৯ ডিসেম্বর) অর্গ্যানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রোজেক্ট নামক একটি অলাভজনক সংস্থা এ তথ্য জানায়।
অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক সংস্থাটি এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ‘নিজ দেশের জনগণকে দুর্দশা ও মৃত্যুর মুখে ফেলে পিঠটান দেওয়ার জন্যই তাকে বিশ্বের অন্যতম শীর্ষ দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদের স্বীকৃতি দিচ্ছে ওসিসিপিআর।’
তালিকায় শীর্ষে আছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দর লুকাশেঙ্কো। এছাড়া আরও রয়েছেন সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ।
সংস্থাটি আশরাফ গনির বিষয়ে তাদের প্রতিবেদনে জানায়, তিনি দুর্নীতি এবং স্থূল অযোগ্যতা উভয় ক্ষেত্রেই শ্বাসরুদ্ধর ছিলেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি। তিনি অবশ্যই এই পুরস্কারের দাবিদার। তিনি নিজ দেশের জনগণকে ত্যাগ করেছেন, তাদেরকে ভয়াবহ বিপর্যয় ও মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন।
এবারের তালিকা তৈরিতে যুক্ত ছিল ৬ জন জুরির একটি প্যানেল। এরা হলেন- আরব রিপোটার্স ফর ইনভেস্টিগেটিভ জার্নালিজমের (আরিজ) রাওয়ান দামেন, ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেশন জার্নালিস্টের (আইসিআইজে) জ্যেষ্ঠ প্রতিবেদন উইল ফিটজগিবন, পুলিৎজার সেন্টারের জ্যেষ্ঠ সম্পাদক বোয়োউং লিম, জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখক লুইস শেলি, পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিক পল রাদু ও ড্রিউ সুলিভান।
/জেটএন/